গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন – কোয়ালিটি চাকরির ইন্টারভিউ প্রশ্ন

আজকে গার্মেন্টস কোয়ালিটির কিছু এডভান্স প্রশ্ন ও উত্তর আপনার সামনে তুলে ধরবো। যারা গার্মেন্টসে কোয়ালিটি সেকশনে কাজ করেন আশা করি এগুলো আপনাদের পরবর্তী গার্মেন্টস জীবনে অনেক কাজে লাগবে।

১) কোয়ালিটি কি?

উওরঃ কোয়ালিটি অর্থ গুণগতমান। আর গার্মেন্টস কোয়ালিটি বলতে পোশাকের গুণগত মানকে বোঝায়। বায়ারের চাহিদার সাথে মিল রেখে পোশাকের গুণগতমান নিশ্চিত করাই কোয়ালিটির কাজ।

২) ডিফেক্ট কি? ডিফেক্ট কত প্রকার ও কি কি?

উওরঃ ডিফেক্ট অর্থ ক্রুটি‌। ডিফেক্ট এর কারনে পোশাকের গুণগত মান নষ্ট হয়ে যায়। তবে কিছু কিছু ডিফেক্ট আছে যেগুলো রেক্টিফাই করে ঠিক করা যায়। আর যেগুলো ঠিক করা যায় না সেগুলো রিজেক্ট করা হয়। গার্মেন্টসে সাধারণত তিন ধরনের ডিফেক্ট পাওয়া যায়।

  1. মাইনর ডিফেক্ট (Minor Defect)
  2. মেজর ডিফেক্ট (Major Defect)
  3. ক্রিটিক্যাল ডিফেক্ট (Critical Defect)

৩) পাঁচটি মাইনর মেজর ও ক্রিটিক্যাল ডিফেক্ট এর নাম?

  • Uneven Stitch (Minor)
  • Joint Stitch (Minor)
  • Uneven Sharing (Minor)
  • Raw-Edge (Minor)
  • Point Not Match (Minor)
  • Open Seam (Major)
  • Broken Stitch (Major)
  • Skip Stitch (Major)
  • Down Stitch (Major)
  • Fabric Pleat (Major)
  • Uncut Thread (Critical)
  • Button Broken (Critical)
  • Half Stitch (Critical)
  • Minimum Neck Stitch (Critical)
  • Broken Needle (Critical)

৪) পাঁচটি প্রিন্টের নাম?

  1. Rubber Print
  2. Glitter Print
  3. Puff Print
  4. Pigment Print
  5. Flock Print

৫) পাঁচটি প্রিন্ট ডিফেক্ট এর নাম?

  1. Damage Print
  2. Dot Print
  3. Miss Print
  4. Print Sticky
  5. Screen Gap

৬) ট্রিমস Trims কি?

উত্তরঃ ট্রিমস হলো ফেব্রিক ব্যতীত পোশাক তৈরির যাবতীয় উপাদান। যেমনঃ Thread, Button, Zipper, Elastic, Hook, Loop, Care Label, Mobiliane Tape, Dosting …etc

৭) এক্সেসরিজ (Accessories) কি?

উত্তরঃ এক্সেসরিজ হলো ফেব্রিক ব্যতীত কোন গার্মেন্টসের সাথে সম্পর্কিত সেই সকল উপাদান যা গার্মেন্টস পরিধানের সময় ব্যবহারকারী সেগুলো ব্যবহার করে না। এগুলো গার্মেন্টসের পরিবহন, সুরক্ষা, ক্রেতার আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয়। যেমনঃ Hanger, Cartoon, Poly Bag, Hand Take, Sticker, Price Label …etc

৮) ফেব্রিক রিল্যাক্স (Relaxation) কি?

উত্তরঃ ফেব্রিক্স ডাইং (Deying) থেকে আনার পরে একটি নির্দিষ্ট সময় ধরে শিথিল করা হয়। ফেব্রিক শিথিল করার এই প্রক্রিয়াকে ফেব্রিক রিলাক্স বলা হয়।

৯) 4 Point সিস্টেম কি?

উত্তরঃ এই পদ্ধতিতে ফেব্রিকের ডিফেক্টের সাইজ ও ধরন অনুযায়ী 1,2,3 অথবা 8 নির্ণয় করা হয়।

  • 3 ইঞ্চি বা তার কম 1 পয়েন্ট।
  • 3 ইঞ্চির বেশি 6 ইঞ্চির নিচে 2 পয়েন্ট।
  • 6 ইঞ্চির বেশি 9 ইঞ্চির নিচে 3 পয়েন্ট।
  • 9 ইঞ্চির বেশি 4 পয়েন্ট।

১০) কাটিং Lay Height আদর্শ মাপ কত?

উত্তরঃ 4 ইঞ্চি অথবা 12 CM (সেন্টিমিটার) তবে ফেব্রিক এর ধরন অনুযায়ী Lay Height আলাদা হয়ে থাকে।

১১) ফেব্রিক শেড (Shade) কি?

উত্তরঃ সেড বলতে ফেব্রিকের কালার এবং রঙের ঘনত্ব কে বুঝায়। রং যদি ফেব্রিকে খুব বেশি বা গভীর থাকে তাহলে তাকে ডার্ক শেড বলে। আর যদি হালকা ভাবে থাকে তাহলে তাকে লাইট শেড বলে। আর একই ফেব্রিকে কোথাও ডার্ক শেড আবার কোথাও লাইট শেড এধরনের শেড থাকলে তাকে রানিং শেড বলা হয়।

১২) নীট এবং ওভেন ফেব্রিক এর মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ নীট ফেব্রিকের সুতার বুনন হলো আড়াআড়ি আর ওভেন ফেব্রিকের সুতার বুনন হলো বর্গাকার আকৃতির। নেট ফেব্রিক তৈরি হয় Spam Yarn থেকে আর ওভেন ফেব্রিক তৈরি হয় Filament থেকে।

১৩) Ultra violet light কি?

উত্তরঃ স্পেশালি White Fabric চেক করতে এই লাইট ব্যবহার করা হয় যার মাধ্যমে কাপড়ের ব্রাইটনার নির্ণয় করা যায়।

১৪) SOP এর পূর্ণরূপ কি।

উত্তরঃ Standard Operating Procedure (কাজের আদর্শ পদ্ধতি)।

১৫) GSM এর পূর্ণরূপ কি।

উত্তরঃ Gram Per Square Meters.

১৬) DHU এর পূর্ণরূপ কি।

উত্তরঃ Defect Handed 100 Per Unit.

১৭) AQL এর পূর্ণরূপ কি।

উত্তরঃ Acceptable Quality Label.

১৮) RFT এর পূর্ণরূপ কি।

উত্তরঃ Right First Time.

১৯) CB এর পূর্ণরূপ কি।

উত্তরঃ Center Back.

২০) TMB এর পূর্ণরূপ কি।

উত্তরঃ Top Middle Bottom.

২১) স্টিচ টেনশন (Stitch Tension) কি?

উত্তরঃ টেনশন হলো স্টিচ এর সম্প্রসারিত হওয়ার ক্ষমতা।

২২) পরিমাপের একক কত প্রকার ও কি কি?

উত্তরঃ পরিমাপ নির্ণয় করার জন্য বিভিন্ন ধরনের একক ব্যবহার করা হয় তবে পরিমাপ একক সাধারণত চার প্রকার। যথাঃ

  • মিটার
  • ইঞ্চি
  • ইয়ার্ড
  • সেন্টিমিটার

২৩) ১ ইঞ্চি সমান কত সুতা?

উত্তরঃ ৮ সুতা।

২৪) Button এর একক কি? এটা কিভাবে নির্ণয় করা হয়?

উত্তরঃ Button এর একক হলো Layner. Button কে MM (মিলিমিটার) দ্বারা পরিমাপ করে সেই MM (মিলিমিটার) এর সাথে 0.635 দ্বারা ভাগ করলেই Layner বের হয়ে আসবে।

২৪) Bad Tension কি? ব্যাড টেনশন কেন হয়?

উত্তরঃ সেলাই অতিরিক্ত লুজ বা অতিরিক্ত টাইট থাকলে তাকে Bad Tension বলে। Bad Tension থাকলে কাপড়ে হালকা টান লাগলেই সেলাই ছিঁড়ে যায়। Bad Tension বিভিন্ন কারণে হতে পারে। যথাঃ

  • মেশিনে সুতা সঠিকভাবে না লাগালে।
  • Tension Point এ ময়লা জমলে।
  • মেশিন সঠিকভাবে এডজাস্টমেন্ট না থাকলে।
  • নিম্নমানের সুতা ব্যবহার করলে।

২৫) আদর্শ সুতা কাকে বলে?

উত্তরঃ ১ ইঞ্চিতে ১৮ টি Twist থাকলে তাকে আদর্শ সুতা বলে।

২৬) Needle Cut কি? নিডেল কাট কেন হয়?

উত্তরঃ মেশিনে নিডেল দিয়ে ফেব্রিক সেলাইয়ের সময় যে হোল বা গর্তের সৃষ্টি হয় যা একটু টান দিলেই নিডেলের ছিদ্র বড় হয়ে ফেব্রিক রিজেক্ট হয়ে যায় তাকে Needle Cut বলে। ফেব্রিকে বিভিন্ন কারণে Needle Cut হয়ে থাকে। যেমনঃ

  • Needle এর মাথা ক্ষয় হয়ে গেলে।
  • মেশিন সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট না হলে।
  • ফেব্রিক এর ধরন অনুযায়ী নিডেল ব্যবহার না করলে।
  • নিডেলের মাথা ভেঙ্গে গেলে।
  • Poor Busting থাকলে।

২৭) Marker কত প্রকার ও কি কি?

উত্তরঃ মার্কার তিন প্রকার।

  1. Solid Marker
  2. One Way Marker
  3. Group Marker

২৮) পাঁচটি ফেব্রিক ডিফেক্ট এর নাম?

  1. Knot
  2. Lycra Missing
  3. Slub
  4. Needle Line
  5. Hole or Reject

২৯) Stitch কত প্রকার ও কি কি?

উত্তরঃ Stitch দুই প্রকার।

  1. Lock Stitch
  2. Chain Stitch

৩০) একটি Zipper এর কয়টি অংশ থাকে ও কি কি?

উত্তরঃ একটি জিপারের পাঁচটি অংশ থাকে।

  1. Zipper Tape/Faceing
  2. Puller
  3. Zipper Teeth
  4. Runner
  5. Stoper

৩১) একটি মেজারমেন্ট টেপে কত CM (সেন্টিমিটার) থাকে?

উত্তরঃ 150 CM (সেন্টিমিটার)।

৩২) একটি মেজারমেন্ট টেপে কত ইঞ্চি থাকে?

উত্তরঃ ৬০ ইঞ্চি।

৩৩) একটি মেজারমেন্ট টেপে কত MM (মিলিমিটার) থাকে?

উত্তরঃ 1500 MM (মিলিমিটার)।

৩৪) কোন মেশিনে কোন নিডেল ব্যবহার করা হয়?

উত্তরঃ মেশিনের ধরণ অনুযায়ী বিভিন্ন মেশিনে বিভিন্ন ধরনের নিডেল ব্যবহার করা হয়।

  1. Over Lock Machine  DC
  2. Plane Lock Machine DB
  3. Bartuck Machine  DP-5
  4. Flat Lock Machine  UY
  5. Hole Machine DP-5
  6. Button Machine  DP

৩৪) Folding কত প্রকার ও কি কি?

উত্তরঃ ফোল্ডিং ৪ প্রকার।

  1. Flat Folding
  2. Stand Folding
  3. Hanger Folding
  4. Semi Stand-Up Folding

৩৫) Puckering কি? পাকারিং কেন হয়?

উত্তরঃ পাকারিং অর্থ কুঁচকানো। ফেব্রিক্স সেলানোর সময় বিভিন্ন কারণে পাকারিং হতে পারে। যেমনঃ

  • কাট-মার্ক না মিলালে।
  • ফেব্রিক্সের উভয় পার্ট সমান না থাকলে।
  • অপারেটরের মেশিন চালানো অদক্ষ হলে।
  • মেশিন প্রপারলি অ্যাডজাস্টমেন্ট না করলে।

৩৬) লে-আউট করতে কোয়ালিটির কি কি প্রয়োজন হয়?

  • ফাইল
  • স্যাম্পল
  • পিপি বা কি পয়েন্ট
  • ট্রিমস কার্ড

৩৭) Shading (শেডিং) কেন হয়?

  • কাটিং স্টিকার নাম্বার না মিলালে।
  • কাট-প্যানেল বান্ডিল মিসটেক হলে।
  • ফেব্রিক্সে রানিং শেড থাকলে।
  • ব্যাচ নাম্বার মিস্টেক হলে।
  • ওভার কিউরিং হলে।

৩৮) Knit গার্মেন্টসে কি কি মেশিন ব্যবহার করা হয়?

  • Plane Machine
  • Bartuck Machine
  • Over Lock Machine
  • Button Machine
  • Snap Button Machine
  • Flat Lock Machine
  • Hole Machine
  • Kansai Machine
  • Piping Machine

৩৯) Moisture কি? মর্চার কেন পরীক্ষা করা হয়?

উত্তরঃ Moisture হল ফেব্রিকের আদ্রতা। মর্চার পরীক্ষা করার কারণ হলো মানবদেহের জন্য যে আদ্রতা গ্রহণযোগ্য ঠিক ততটুকু আদ্রতা আছে কিনা তা দেখার জন্য মর্চার পরীক্ষা করতে হয়।

আশা করি বুঝতে পেরেছেন যারা গার্মেন্টসে অ্যাডভান্স লেভেলের আছেন তারা এই পোষ্টের মাধ্যমে অনেক উপকৃত হবেন। পোস্টে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ

1 thought on “গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন – কোয়ালিটি চাকরির ইন্টারভিউ প্রশ্ন”

Leave a Comment