Broken stitch কি? Broken Stitch কেন হয়?

Broken Stitch কি?

আমরা জানি Broken অর্থ ভাঙ্গা কিন্তু গার্মেন্টসের ভাষায় ব্রকেন কি সেটি জানতে হলে আপনাকে নিজের পিকচারটি লক্ষ্য করতে হবে।

 

গার্মেন্টসে ব্রকেন মেজর ডিফেক্ট হিসেবে গণ্য করা হয়। পোশাকের মধ্যে সেলাই যদি কোথাও ছিঁড়ে যায় তবে সেই জায়গাটিতে ব্রোকেন স্টিচ হয়।

Broken Stitch যদিও তেমন গুরুত্ব কোন সমস্যা নয় তবে ব্যবহারকারী পোশাকটি কিছুদিন পরে সেই জায়গায় Open Stitch বা সেলাই খুলে যেতে পারে।

Broken Stitch কেন হয়?

বিভিন্ন কারণে ব্রকেন স্টিচ হতে পারে। কোন গার্মেন্টসে যদি ব্রোকেন স্টিচ হয়েই যায় তবে ব্রোকেন স্টিচ এর জায়গায় আবার নতুন করে সেলাই করে রেকটিফাই করা হয়। চলুন দেখি নাই কি কি কারণে ব্রকেন স্টিচ হতে পারেঃ

  • হেলপার সুতা কাটতে গিয়ে অদক্ষতার কারণে ব্রকেন করতে পারে।
  • মেশিন এডজাস্টমেন্টের কারনে ব্রোকেন হতে পারে।
  • সেলাইয়ের জায়গায় জোরে টান দিলে ব্রোকেন হতে পারে।
  • সুতার কোয়ালিটি খারাপ থাকলে ব্রকেন হতে পারে।
  • অতিরিক্ত স্পিডে মেশিন চালালে অনেক সময় সুতা কেটে ব্রকেন হয়।
  • সেলাইয়ের স্টিচ বেশি টাইট থাকলে ব্রকেন হতে পারে।

ব্রোকেন স্টিচ না হওয়ার জন্য করণীয়?

  • মেকানিক্স দ্বারা মেশিন সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে।
  • ভালো মানের সুতা ব্যবহার করতে হবে।
  • মেশিনের স্প্রিড বেশি আছে কিনা তা নিয়মিত চেক করতে হবে।
  • হেলপারের মাধ্যমে ব্রকেন হলে হেলপারকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

তবে ব্রোকেন হলে ভয়ের কিছু নেই কারণ এটি মাত্র কয়েক সেকেন্ডেই রেক্টিফাই করা যায়। তবে ব্রোকেন স্টিচ রেক্টিফাই করে ঠিক করা গেলেও পোশাকের মধ্যে একটি জয়েন্ট থেকেই যায় যা সকলের গুনগত মান কমিয়ে দেয়। এছাড়া অপারেটরের প্রোডাকশনে ব্যাঘাত ঘটায়।

Leave a Comment