গার্মেন্টস ডিফেক্ট কত প্রকার? মাইনর, মেজর, ক্রিটিকাল ডিফেক্ট কোনগুলো?

Defect koto porker

যারা গার্মেন্টস সেক্টরে কাজ করেন তাদের জন্য আজকের এই পোস্টটি অনেক হেল্পফুল হবে। কারণ আজকের এই পোস্টে আমরা গার্মেন্টসের বিভিন্ন ডিফেক্ট বা চিনবো। যারা গার্মেন্টস কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করেন তারা পোস্টটি শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেক কিছু জানতে পারবেন।

গার্মেন্টস ডিফেক্ট এর নাম?

গার্মেন্টসে পোশাক তৈরি করার সময় বিভিন্ন ধরনের ডিফেক্ট বা ত্রুটি হয়ে থাকে। গার্মেন্টস কোয়ালিটি সেগুলো ডিফেক্ট বা ত্রুটি চিহ্নিত করে থাকে। আজকে আমরা চিনবো কোনগুলো মাইনর ডিফেক্ট, মেজর ডিফেক্ট এবং ক্রিটিকাল ডিফেক্ট।

ডিফেক্ট অর্থ কি?

ডিফেক্ট অর্থ ত্রুটি বা সমস্যা। অর্থাৎ গার্মেন্টস তৈরি করার সময় যে সকল সমস্যা বের হয় সেগুলো ডিফেক্ট হিসেবে পরিচিত।

ডিফেক্ট কত প্রকার?

গার্মেন্টসে সব ডিফেক্টকে তিন ভাগে ভাগ করা হয়। এগুলোর মধ্যে ছোট, মাঝারি এবং সবচেয়ে বড়।

  1. Minor
  2. Major
  3. Critical

মাইন ডিফেক্ট কি? What is Minor Defect?

যে সকল ডিফেক্ট বা ক্রুটি সহজে চোখে ধরা পড়ে না খুঁজে খুঁজে বের করতে হয় এবং গার্মেন্টসের উপর তেমন কোনো প্রভাব ফেলে না সে সকল ডিফেক্টকে Minor Defect বলে।

  • JOINT STITCH (জয়েন্ট স্টিচ)
  • UNEVEN STITCH (আনইভেন স্টিচ)
  • PUCKERING (পাকারিং)
  • RAW-EDGE (রয়েজ)
  • SHADING (সেডিং)
  • UNEVEN SHAPE (আনইভেন সেপ)
  • UP-DOWN (আপ-ডাউন)
  • POINT NOT MATCH (পয়েন্ট নট ম্যাচ)
  • SLANTED (স্যালান্টেড)
  • WAVY (ওয়েভে)
  • UNCUT THREAD (আনকাট থ্রেড)
  • DIRTY MARK (ডার্টি মার্ক)
  • OIL MARK (ওয়েল মার্ক)
  • UNEVEN SHARRING (আনইভেন শেয়ারিং)
  • HEM STITCH SINGLE (হেম স্টিচ সিংগাল)
  • FABRIC SLUB (ফ্রেবিক স্যালাভ)
  • THICK THIN (থিক থিন)
  • MISSING YARN (মিসিং ইয়ান)
  • YARN CONT (ইয়ান নট)
  • KNOT (নট)
  • POOR IRON (পুর আয়রন)
  • RUNNING SHADE (রানিং শেড)
  • OIL SPOT (ওয়েল স্পট)
  • DOT PRINT (ডট প্রিন্ট)
  • STITCH SHOW (স্টিচ শো)

মেজর ডিফেক্ট এর নাম? Major Defect Name?

যে সকল ডিফেক্ট সহজেই চোখে ধরা পড়ে এবং গার্মেন্টস এপিয়ারেন্সের উপর বিরূপ প্রভাব ফেলে তাকে মেজর ডিফেক্ট বলে। এ সকল ডিফেক্ট কখনোই কিউসি পাস করা যায় না।

  • WRONG SPI (রং এসপিআই)
  • BROKEN STITCH (ব্রকেন স্টিচ)
  • SKIP STITCH (স্কিপ স্টিচ)
  • DOWN STITCH (ডাউন স্টিচ)
  • INSECURE STITCH (ইনসিকিউর স্টেজ)
  • OPEN SEAM (অপেন সিয়াম)
  • BAD TENSION (ব্যাড টেনশন)
  • NEEDLE MARK (নিডেল মার্ক)
  • FABRIC PLEAT (ফেব্রিক প্লিট)
  • SIZE MISTAKE (সাইজ মিস্টেক)
  • POINT NOT MATCH (পয়েন্ট নট ম্যাচ)
  • THREAD NOT MATCH (থ্রেড নট ম্যাচ)
  • CHAP TUCK WRONG (চাপ টাক রং)
  • SCISSORS CUT (সিজার কাট)
  • WRONG LBL ATTACH (রং লেভেল জয়েন্ট)
  • WRONG SIDE LBL JOIN (রং সাইডে লেভেল জয়েন্ট)
  • MISSING BURTACK (বারটেক মিসিং)
  • SHARRING STC SHOW (শেয়ারিং স্টিচ শো)
  • PEN MARK (পেন মার্ক)
  • TUCK MISSING (টাক মিসিং)
  • MOBILIAN TAPE SHOW (মবিল টেপ শো)
  • NEEDLE CUT HOLE (নিডেল কাট হোল)
  • GSM HI/LOW (জিএসএম হাই/লো)
  • NEEDLE LINE (নিডেল লাইন)
  • FABRIC HOLE (ফ্রেবিক হোল)
  • WRONG DESING (রং ডিজাইন)
  • DYEING SPOT (ডাইং স্পট)
  • FABRIC OF GRAIN (ফেব্রিক অফ গেইন)
  • PRINT STICKY (প্রিন্ট স্টিকি)
  • MISSING COLOR (কালার মিসিং)
  • PRINT DAMAGE (প্রিন্ট ড্যামেজ)
  • APPLIQUE BUBBLE (এপলিকিউ বাবল)

ক্রিটিকাল ডিফেক্ট কাকে বলে? What is Critical Defect?

যে সকল ডিফেক্ট গার্মেন্টস এপিয়ারেন্সের উপর খুবেই বাজে প্রভাব ফেলে যার ফলে কাস্টমার এবং বায়ার হতে ক্লেম বা কমপ্লেইন আসে এবং কোম্পানি ব্যবসায়ী আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তাকে ক্রিটিকাল ডিফেক্ট বলে।

ক্রিটিকাল ডিফেক্ট কি কি? Critical Defect Name??

  • MINIMUM NK STITCH (মিনিমাম নেক স্টিচ)
  • UNCUT THREAD (আনকাট থ্রেড)
  • BUTTON BROKEN (বাটন ব্রোকেন)
  • BUTTON 1/2 STITCH (বাটন হাফ স্টিচ)
  • COLOR BLEED (কালার ব্লিড)
  • STYLE MISSING (স্টাইল মিসিং)
  • EMB FLOAT THREAD (এমব্রয়ডারি ফল্ট থ্রেড)
  • SEQUNIE BROKEN (স্টুকুইন ব্রোকেন)
  • STONE BROKEN (স্টোন ব্রোকেন)
  • LOOP THREAD (লুফ থ্রেড)
  • SEQUNIE SHARPNESS (সেকুইন সাপারনেস)
  • LBL WRONG INFO (লেভেল রং ইনফরমেশন)
  • BARCODE MISSING (বারকোড মিসিং)
  • INELIGIBLE PRINT (ইনএলিজবেল প্রিন্ট)
  • WASH CARE CODE WRONG (ওয়াস কেয়ার কোড ভুল)
  • BROKEN NEEDLE (ব্রোকেন নিডেল)

5 Minor Defect Name?

  • JOINT STITCH (SMALL)
  • UNEVEN STITCH (SMALL)
  • RAW-EDGE (SMALL)
  • POINT NOT MATCH (SMALL)
  • UNCUT THREAD (SMALL)
  • STITCH SHOW (SMALL)

আশা করি বুঝতে পেরেছেন কোনগুলো মেজর মাইনর এবং ক্রিটিকাল ডিফেক্ট। এরপরেও যদি বুঝতে কোন সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন।

1 thought on “গার্মেন্টস ডিফেক্ট কত প্রকার? মাইনর, মেজর, ক্রিটিকাল ডিফেক্ট কোনগুলো?”

Leave a Comment