ফেব্রিক রিটার্ন কি? Fabric Return SOP

আজকে আমরা ফেব্রিক্স রিটার্ন SOP নিয়ে আলোচনা করব। সাধারণত ফেব্রিক রিটার্ন নিয়ে সবারই জানার প্রয়োজন নেই। তবে যারা গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করেন তাদের ফেব্রিক রিটার্ন সম্পর্কে জেনে রাখা উচিত। কারণ আপনি যদি কখনও গার্মেন্টসে চাকরি নেন এবং কোয়ালিটি অফিসার বা ম্যানেজার হতে চান তাহলে আপনাকে Fabric রিটার্ন সম্পর্কে অবগত থাকতে হবে।

ফেব্রিক রিটার্ন কি?

প্রথমে আমাদেরকে জেনে রাখা উচিত ফেব্রিক রিটার্ন কি? যখন নিটিং এবং ডাইং থেকে কাপড় তৈরি করে গার্মেন্টস সেকশনে পোশাক তৈরি করার জন্য পাঠানো হয় তখন সে ফেব্রিকে কোন সমস্যা থাকলে ফেব্রিকগুলো আবারো পূর্বের জায়গায় ফেরত পাঠানো হয়। মূলত গার্মেন্টসে ফেব্রিক ভেলিভারি হওয়ার পরে ত্রুটি থাকার কারণে ফেব্রিক গুলো যখন আবারো ডাইনিং পাঠানো হয় মূলত এই জায়গাটা ফেব্রিক রিটার্ন বলা হয়।

ফেব্রিক্স কেন রিটার্ন পাঠানো হয়?

ফেব্রিকের মধ্যে গুণগত মান না থাকার কারণে ফেব্রিক রিটার্ন পাঠানো হয়। এছাড়াও বিভিন্ন ডিফেক্ট এর কারণে ফেব্রিক রিটার্ন করা হয়। যেমনঃ

  • GSM High & Low
  • Sinkage Problem
  • Shade Not Ok
  • Fabric Sticky
  • Yarn Contamination
  • Dyeing Problem
  • Hand Feel Hash
  • Inside Poor Brash
  • Color Spot
  • Crease Mark
  • Slub Looking
  • White Spick
  • Poor Recovery & Shade Not Ok

Fabric কিভাবে ইন্সপেকশন করা হয় এবং কিভাবে রিটার্ন পাঠানো হয়?

১। প্রথমে সেন্টাল ওয়ারহাউস থেকে ফিনিশ ফেব্রিক্স রিসিভ করা হয় ।

২। ৪ পয়েন্ট নিয়ম আনূসারে ১০% ফেব্রিক্স ইন্সপেকশন করা হয়।

৩. ১০% ফেব্রিক্স ইন্সপেকশন ফেল হলে পুনরাই ১৫% ফেব্রিক্স ইন্সপেকশন করা হয়।

৪। যদি ১৫% ইন্সপেকশন করার পরও ফেল হয় তাহলে কিউ এ সেকশনের প্রধান এবং কাটিং ম্যানেজারকে অবগত করে নির্ধারিত স্থানে লাল টেগ লাগিয়ে রাখা হয়।

৫। নির্ধারিত রিটার্ন ফরম পুরন করিয়া অনুমতি সাপেক্ষে ডাইং বরাবর ফেরত পাঠনো হয়।

৬। ডাইং সেকশন থেকে রেক-টিফাই করে, এবং SAME BATCH ঊল্লেখ করে ফেব্রিক্স ফেরত আসার পর ফেব্রিক্স রিছিভ করে পুনরাই ৪ পয়েন্ট নিয়ম অনুসারে ইন্সপেকশন করা হয়।

৭। ইন্সপেকশনের ফলাফল ভাল হলে ফেব্রিক্স রিলাক্সজেশণ রেকে রিলাক্স দেবার জন্য রাখা হয়।

Leave a Comment