গার্মেন্টস Defect কত প্রকার ও কি কি?

ডিফেক্ট কি? গার্মেন্টসের ভাষায় ডিফেক্ট অর্থ অল্টার বা সমস্যা। যেসকল পোষাকে অল্টার বা সমস্যা থাকে সে সকল পোশাককে ডিফেক্টযুক্ত পোশাক বলে। গার্মেন্টসে যে সকল ডিফেক্ট বা সমস্যা পাওয়া যায় সেই সকল ডিফেক্টকে তিন ভাগে ভাগ করা হয়।

  1. মেজর ডিফেক্ট | Major Defect.
  2. মাইনর ডিফেক্ট | Minor Defect.
  3. ক্রিটিকাল ডিফেক্ট | Critical Defect.

মেজর ডিফেক্টঃ যে সকল ডিফেক্ট সহজেই চোখে ধরা পড়ে এবং গার্মেন্টসের পোশাকের গুণগত মান নষ্ট করে সেই সকল ডিফেক্টকে Major ডিফেক্ট করে।

উদাহরণঃ ধরুন আপনি একটি শার্ট কিনতে গেছেন, কিন্তু শার্টটি যদি কোথাও সেলাই খোলা বা ফাঁটা থাকে তাহলে কি শার্টটি আপনি কিনবেন? মূলত পোশাকের এই সমস্যাগুলোকেই ডিফেক্ট বলে।

মাইনর ডিফেক্টঃ যে সকল ডিফেক্ট সহজেই চোখে ধরা পড়ে না এবং পোশাকের গুণগত মান নিয়ে তেমন কোন সমস্যা হয় না সে সকল ডিফেক্টকে Minor ডিফেক্ট বলে।

ক্রিটিকাল ডিফেক্টঃ যে সকল Defect গার্মেন্টসের পোশাকের গুণগত মান নষ্ট করে এবং পোশাকটি ব্যবহারের অযোগ্য করে তোলে সেসকল ডিফেক্টকে ক্রিটিকাল ডিফেক্ট বলে। এছাড়াও এসকল ডিফেক্টের কারনে ব্যবহারকারী স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকে।

Leave a Comment